আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পাদনের লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সোমবার দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন’র সভাপতিত্বে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ, বরিশাল অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তা লিখন বনিক,
সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার প্রমুখ। কর্মশালায় বক্তারা নির্বাচন পরিচালনায় আইনানুগ পদ্ধতি, দায়িত্ব- কর্তব্য ও আচরণবিধি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
