More

    বরিশাল-৫ আসনে হাতপাখার পক্ষে প্রচারণায় মাঠে নারী কর্মীরা

    অবশ্যই পরুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাইয়ের নির্বাচনি প্রতীক হাতপাখার পক্ষে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন নারী কর্মীরা।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় চরমোনাইয়ের মহিলা কর্মীরা নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। নারী ভোটারদের মধ্যে এমন প্রচারণা সাড়া ফেলেছে বলে জানান স্থানীয়রা।

    প্রচারণাকালে নারী কর্মীরা বলেন, নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হাতপাখাই সবচেয়ে যোগ্য প্রতীক। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি। গণসংযোগকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে হাতপাখার পক্ষে জনসমর্থন দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।

    আগামী নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাতপাখার বিজয়কে ত্বরান্বিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নির্বাচনী প্রচার প্রচারনায় মুখর পটুয়াখালী—৪ আসন, ধানের শীষের গনমিছিল ও জনসভা অনুষ্ঠিত

    নির্বাচনী প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালী—৪ আসন। মঙ্গলবার শেষ বিকালে ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে গনমিছিল...