More

    বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টার পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে হয়রাণির অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাই মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে পাল্টা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রাণির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার চাখার ইউনিয়নের পশ্চিম চাখার গ্রামে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ জানুয়ারী বিকালে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে সিদ্দিকুর রহমান সরদার (৭০), তার দুই ছেলে ইউনুস সরদার(৪০), ইউসুফ সরদার (৪৫), স্ত্রী নুরজাহান (৬০) ও মেয়ে ফেরদৌসী (৩৮) গুরুতর আহত করে।

    এসময় তারা বৃদ্ধ সিদ্দিকুর রহমানকে কুপিয়ে তার কাছে থাকা গরু বিক্রির ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহতদের প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত ইউসুফ সরদার বাদী হয়ে ২৭ জানুয়ারী বানারীপাড়া থানায় ৪ জনকে সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

    আসামীরা হলেন লিমন সরদার(২১), সজল সরদার(২০), লিজা বেগম (৪২) ও জয়নব বেগম (৩২)। এ দিকে প্রতিপক্ষ প্রবাসী সোহেল সরদারের স্ত্রী আসামী লিজা বেগম বাদী হয়ে ২৮ জানুয়ারী শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা আহত ইউনুস সরদারের বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টা মামলা করেন।

    হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাই মামলার বাদী ইউসুফ সরদার দাবি করেন তাদের মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে তার ভাই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহত ইউনুস সরদারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তিনি এর সঠিক তদন্ত ও হামলাকারীদের বিচার দাবি করেছেন। তিনি বিষয়টি বানারীপাড়া থানার ওসিকে অবহিত করেছেন বলেও জানান। এদিকে এ বিষয়ে বক্তব্য নিতে লিজা বেগমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে কৃষি বিভাগের আঞ্চলিক সভা অনুষ্ঠিত

    বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক সভা নগরীর খামারবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল...