বিয়ের আগেই শারীরিক সম্পর্ক ও মদপানের কারণে ইন্দোনেশিয়ায় এক যুগলকে ১৪০বার বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, ২১ বছর বয়সী ওই তরুণীকে তিনজন নারী অফিসার বেত দিয়ে আঘাত করেন। সেইসময় কাঁদতে কাঁদতে ওই তরুণী অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে পড়লে নারী অফিসাররা অ্যাম্বুলেন্সে ওই তরুণীকে স্টেজ থেকে নিয়ে যায়। বৃহস্পতিবার ওই যুগলকে ছাড়াও আরও চারজনকে বেত্রাঘাত করা হয়েছে।
তাদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিল। প্রত্যেকের বিরুদ্ধে ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল। দেশটির আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গ করলে বেত্রাঘাত একটি নিয়মিত শাস্তি।
প্রদেশটিতে কেউ বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে ১০০ বেত্রাঘাত শাস্তি পাবেন। এ ছাড়া মদ পান করলে অভিযুক্তকে ৪০বার বেত্রাঘাত করা হয়। বিবিসি জানিয়েছে, গতকাল দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যকে ২৩বার বেত্রাঘাত করা হয়।
প্রাইভেট জায়গায় নারী পার্টনারের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়। আচেহ’র ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল বিবিসিকে বলেছেন, বাহিনীর ওই সদস্যকে তার পার্টনারের বাড়িতে ধরা হয়েছে। ওই সদস্যকে বরখাস্ত করা হবে বলে জানান তিনি।
