More

    বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০

    অবশ্যই পরুন

    বরিশালে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০জন।

    নতুন আক্রান্ত নারী শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের নার্স। তার বয়স ২৫ বছর। তিনি হাসপাতালের করোনা ওয়াডে কর্মরত ছিলেন।

    বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শেরেবাংলা মেডিক‌্যাল কলেজের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

    তিনি বলেন, ‘ওই নার্সের নমুনা আরেকবার পরীক্ষা করা হবে। কারণ, করোনা পজিটিভ হওয়া ওই নার্সের মধ‌্যে অনেক উপসর্গ অনুপস্থিত রয়েছে।’

    এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) যাদের রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের মধ্যে একজনের বাড়ি হিজলা এবং অপরজনের মুলাদীতে। হিজলা ও মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার তাদের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।

    তার আগে বাবুগঞ্জে তিন জন, আগৈলঝাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে এক জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...