কক্সবাজারে টেকনাফে কোস্ট গার্ডের হাতে আটক মালয়েশিয়া ফেরত রোহিঙ্গাদের জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এম. সোহেল রানা।
তিনি জানান, মালয়েশিয়া থেকে আসা ৩৮২ জন রোহিঙ্গাকে বুধবার রাতে টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটির জাহাজপাড়া ঘাটে নেয়া হয়েছে। সেখানে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের অধিকাংশ অসুস্থ। তাদের কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত স্থানে নেয়া হবে।
লেফটেন্যান্ট কমান্ডার সোহেল রানা আরো জানান, একটি জাহাজে করে কিছুদিন আগে মালয়েশিয়া যায় উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ১৮০ জন রোহিঙ্গা নারী, ১৫০ জন পুরুষ ও ৫২ জন শিশু। মালয়েশিয়া ঢুকতে না পেরে বুধবার তারা আবার বাংলাদেশে ফিরে আসে।