More

    আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে মেম্বারের করোনা পজিটিভ

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে নতুন করে এক ইউপি সদস্য (মেম্বার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

    বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি ঝালকাঠি শহর সংলগ্ন একটি ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি এর আগে ওই এলাকায় আক্রান্ত তিনজনের বাড়িতে যাতায়াত করতেন। আক্রান্তদের সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। প্রাথমিক অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

    গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিনজন করোনায় আক্রন্ত হন। গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে ঢাকাফেরত পুলিশের এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

    এদিকে, ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ঝালকাঠিতে ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকশ লোক প্রবেশ করায় শহরের প্রবেশপথে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

    দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মন্থা’-তে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও...