More

    বরগুনায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২

    অবশ্যই পরুন

    বরগুনায় আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

    সোমবার (২০ এপ্রিল) বরগুনা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

    স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার ফলাফলে আরো দু’জন ব্যক্তির শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে একজন ঢাকা থেকে এসেছে। তিনি বরগুনা পৌর শহরের বাসিন্দা। অপরজন বামনা উপজেলার। তিনি আক্রান্ত ব্যক্তির সংষ্পর্শে ছিলেন। এদের মধ্যে একজন বাড়িতে ও অপরজন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

    সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান জানান, বরগুনা থেকে এখনো পর্যন্ত মোট ২৬৫ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮১ জনের পরীক্ষার ফলাফলে মোট ১২ জন ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যাদের মধ্যে দুজন মারা গেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এনসিএল খেলা চলাকালে স্ট্রোক করে মারা গেলেন বরিশালের ফিজিও

    খুলনা-বরিশালের মধ্যকার এনসিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে তার...