More

    নাতির টমটমে গেল দাদার প্রাণ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে টমটম উল্টে হানিফ মৃধা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউপির চরগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত হানিফ মৃধার বাড়ি বড়বাইশদিয়ার কানকুনিপাড়া গ্রামে।

    স্থানীয়রা জানান, হানিফ মৃধা দুই সপ্তাহ আগে পশ্চিম চরগঙ্গা এলাকায় তার মেয়ের শশুর বাড়িতে বেড়াতে যান। শুক্রবার রাতে নাতি স্বজল মৃধার টমটমে নিজ বাড়িতে রওনা দেন। পথে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নিচে চাপা পড়ে মারা যান হানিফ মৃধা।

    রাঙ্গাবালী থানা ওসি মো. আলী আহম্মেদ জানান, নাতির টমটমে বাড়ি ফেরার পথে হানিফ মৃধা দুর্ঘটনায় মারা যান। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। দাফনকার্য স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস-সহকারী (নাজির)সোহাগ এর এত সম্পদের উৎস কোথায়?

    পৌরসভার প্রাণকেন্দ্র নির্মান করছে বিলাসবহুল বাড়ি একই উপজেলায় ৮ বছর কর্মরত চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী...