More

    বরগুনায় কাউন্সিলরের লাঠিপেটার শিকার ছিন্নমূল নারীরা (ভিডিও)

    অবশ্যই পরুন

    বরগুনা পৌরশহরের পশ্চিম বরগুনা ৯ ওয়ার্ড। সদর সড়কের দক্ষিণ পাশে বস্তির মত ছোটছোট ঘরে গাদাগাদি করে বাস করেন অর্ধশতাধিক ছিন্নমূল ভূমিহীন পরিবার।

    বুধবার (২২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের এক পর্যায়ে ওই পরিবারগুলোর মধ‌্যে দুই পক্ষের হাতাহাতি ও এক পর্যায়ে মারামারি শুরু হয়।

    হঠাৎই সেখানে মোটাসোটা একটি লাঠি নিয়ে হাজির হন ওই ওয়ার্ডের কাউন্সিলর ফারুক সিকদার। কিছু বুঝে ওঠার আগেই তিনি তেড়ে গিয়ে কয়েকজন নারীকে এলোপাতাড়ি পেটানো শুরু করেন।

    এসময় কয়েকজন ব্যক্তি লাঠি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। কাউন্সিলরের পিটুনিতে ছত্রভঙ্গ হয়ে যে যার ঘরে চলে যায় ছিন্নমূল বাসিন্দারা।

    এদিকে কাউন্সিলরের ওই পিটুনির একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকেই মন্তব্য করেন, ‘এভাবে নির্বিচারে পেটানোর অধিকার একজন কাউন্সিলরের নেই। তিনি আইন বহির্ভূত কাজ করেছেন।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বলেন, ‘কাউন্সিলর কাউকে লাঠিপেটা করার অধিকার রাখেন না। বিষয়টি সম্পর্কে আমরা খোঁজ নিচ্ছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডাসারে অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত!

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূয়ালী গ্রামের দিনমজুর রুবেল ঘরামী, পিতা - আমির...