More

    বরগুনায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, বজ্রপাতে একজনের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরগুনায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে দুইজন আহত হয়েছেন।
    রোববার সন্ধ্যায় বরগুনা পুলিশ লাইনস, সদর উপজেলার মাইঠা, বুড়িরচর ইউপির বড়লবণগোলা গ্রামে এসব ঘটনা ঘটে।

    মৃত মোহাম্মাদ প্রিন্স ওই গ্রামের নান্না হাওলাদারের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজের ছাত্র ছিলেন।

    স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে শতাধিক আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ওই সময় বিধ্বস্ত ঘরের নিচে চাপা পরে দুইজন আহত হন। তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুড়িরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস-সহকারী (নাজির)সোহাগ এর এত সম্পদের উৎস কোথায়?

    পৌরসভার প্রাণকেন্দ্র নির্মান করছে বিলাসবহুল বাড়ি একই উপজেলায় ৮ বছর কর্মরত চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী...