পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবিরকে হত্যার পরিকল্পনার মোবাইল অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান অ্যাড. হুমায়ন কবির। তিনি নিজেই বাদী হয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, চেয়ারম্যানের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। এস.আই মেহেদী হাসান এটি তদন্ত করছেন। তদন্ত অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ্যাড. হুমায়ন কবির জানান, তিনি দীর্ঘদিন যাবত আউলিয়াপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন।
একই ইউনিয়নের বাসিন্দা আমির সিকদার, পিতা মৃত গুরুজ আলী সিকদার এবং আব্দুল জব্বার মৃধা, পিতা আলী আহম্মদ মৃধা, তাদের সাথে তার রাজনৈতিক বিরোধ রয়েছে। তারা তাকে বিভিন্ন ভাবে ক্ষতি করার পায়তারা করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিপক্ষ তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে বিভিন্ন লোকজনের সাথে মোবাইলে কথা বলে। উক্ত পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি জনৈক মাহবুব এবং সানিয়াত হোসেন হিমুর সাথে মোবাইলে কথোপকথন করেন। গত ১৯ এপ্রিল তারিখে তাকে হত্যা পরিকল্পনার অডিও রেকর্ড তার হাতে পান। এর প্রেক্ষিতে শনিবার তিনি থানায় সাধারণ ডায়েরি করেন