More

    বরগুনায় করোনা: নতুন করে সুস্থ ২, আক্রান্ত ৭

    অবশ্যই পরুন

    বরগুনায় আরও দুজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে চিকিৎসক, নারী-শিশুসহ মোট সাতজন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে করোনামুক্ত দুজন বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান।

    সুস্থ্ হওয়া দুজনের মধ্যে একজনের বয়স ২৪ বছর এবং অপরজনের বয়স ১৬ বছর। এদের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের খাগবুনিয়া গ্রামে। আর আরেকজনের বাড়ি সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের পুলিশ লাইন সংলগ্ন মাইঠা গ্রামে। তাঁদের দু’জনেরই নমুনা সংগ্রহ করে করোনা শনাক্ত হয় গত ১৭ এপ্রিল।

    বরগুনা সদর হাসপাতালসূত্রে জানা গেছে, সুস্থ হওয়া দুজনেরই যথাক্রমে ২৩ এবং ২৫ এপ্রিল দুই-দুইবার নমুনা পরীক্ষাশেষে করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আসার পরপরই তাঁদের দুজনকেই আজ রবিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর জেলা পুলিশের গাড়িতে তাদের নিজ নিজ বাড়ি পৌছে দেয়া হয়।

    স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদরের ধানসিঁড়ি সড়কের আক্রান্ত আক্রান্ত ব্যক্তির স্ত্রী (৪৪), ছোট ছেলে (৮) ও বড় ছেলেসহ (১৩) মোট তিনজন আক্রান্ত হয়েছেন। এছাড়া আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের আগের এক আক্রান্ত ব্যক্তির স্ত্রী (৩৭) ও ছেলে (৭) নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (২৬) আক্রান্ত হয়েছেন। উপসর্গ গোপন করে চিকিতসা নিতে আসা এক রোগীর মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বেতাগীর ওই চিকিৎসক। এর বাইরে বামনার উত্তর রামনা গোলাঘাটা গ্রামের একজন (৪৪) ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তিনি একই এলাকার আক্রান্ত আরেকজনের সংষ্পর্শে গিয়েছিলেন।

    প্রসঙ্গত, এর আগেও গত ২৪ এপ্রিল শুক্রবার ৩৫ বছর এবং ৬২ বছরের আরও দুজন করোনাক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। অন্যদিকে গত ৯ এপ্রিল থেকে আজ ২৬ এপ্রিল পর্যন্ত ১৮ দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট চারজন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’

    বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার...