বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকায় বজ্রপাতে প্রিন্স (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত প্রিন্স ওই এলাকার নান্না মিয়ার ছেলে, তিনি বরিশাল বিএম কলেজে উচ্চমাধ্যমিকে অধ্যায়নরত ছিলেন।
পুলিশ জানায়, ঝড়ের সম্ভাবনা দেখা দেয়ায় দুপুরে বাবা নান্নার সাথে মাঠে গরু আনতে যায় প্রিন্স। এসময় বজ্রপাতে প্রিন্স আহত হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিকেল চারটার দিকে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই কলেজছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।