বরিশালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি ভ্রাম্যমাণ আদালত ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, মো. নাজমূল হুদা এবং শরীফ মো. হেলাল উদ্দীন বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় স্বাভাবিক মূল্যের চেয়ে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে কার্যক্রম পরিচালনা করে করোনাভাইরাস বিস্তারের ঝুঁকি বৃদ্ধি করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নগরের কাঠপট্টি, বাজার রোড ও নথুলাবাদ এলাকার ৮টি দোকানকে বিভিন্ন অঙ্কে মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা এর নেতৃত্বে উজিরপুর উপজেলার ইচলাদী বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি মুদির দোকানে কেজি প্রতি আদার দাম কেজি ৪০০ টাকায় বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বরিশাল নগরের লঞ্চঘাট ও পোর্টরোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ৬ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর কেরোসিন ঢেলে নদীতে ফেলে ধ্বংস করা হয়।
এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা হয়।