More

    চাখারে ইউপি সদস্যের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

    অবশ্যই পরুন

    বানারীপাড়ার চাখার ইউনিয়নের পূর্ব জিরারকাঠি গ্রামে গরুতে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিযবুল বেপারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আহত হিযবুল বেপারী বাদী হয়ে সুনির্দিষ্ট ৫ জন ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের

    করেছেন। জানা গেছে রবিবার বৃষ্টিপাতে বিকালে উপজেলার পূর্ব জিরারকাঠি গ্রামের হিযবুল বেপারীর গরুতে পার্শ্ববর্তী সাবেক ইউপি সদস্য সুলতান হাওলাদারের জমির ধান খায়। এ নিয়ে বাগবিতন্ডার জের ধরে ওই দিন সন্ধ্যায় স্থানীয় মীরেরহাট বাজারে জনৈক রুবেলের দোকানের সামনে হিযবুল বেপারীকে পেয়ে সাবেক ইউপি সদস্য সুলতান হাওলাদার তার ছেলে মামুন হাওলাদার,মাসুম হাওলাদার,নজরুল ইসলাম ও হাসান

    সহ অজ্ঞাত আরও ৪/৫ জনের দল রড দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকার শুনে স্ত্রী আইরিন বেগম স্বামীকে রক্ষা করতে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানী করা হয়। এছাড়া হিযবুল বেপারীর সঙ্গে থাকা ১০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...