More

    বরিশালে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    বানারীপাড়ায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।তারা হলেন উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের ফারুক ফকিরের স্ত্রী মোসা. পারুল বেগম(৩৩) ও একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে মাসুদুর রহমান পান্না(২৯)।

    জানা গেছে, গত শুক্রবার(১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মনজুর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ শিয়ালকাঠি গ্রামের হাসান ফরাজীর মুরগীর ফার্মের পশ্চিম পাশের পুকুরপাড় হতে ৪০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা মোসা. পারুল বেগমকে ও একই স্থান থেকে ক্রেতা ডুমুরিয়া গ্রামের মো. মাসুদুর রহমান পান্নাকে গ্রেফতার করা হয়।

    এসআই মনজুর হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। শনিবার সকালে তাদেরকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...