কেভিড-১৯ এ লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীণ হয়ে পড়া সাধারণ পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য ও ইয়াম-মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
আর জন্য বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম
বিরামহীনভাবে সাধারণ পরিবারের মাঝে ছুটে চলছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী নিয়ে নিয়ে। সোমবার সকালে উপজেলার বিশারকান্দি,উদয়কাঠি ও ইলুহার ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
পক্ষে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এ শিশু খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ইউপি
চেয়ারম্যান শহিদুল ইসলাম,সাইফুল ইসলাম শান্ত ও জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।