বরগুনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৮। রোববার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রত্যেকের বিরুদ্ধে আমতলী ও বরগুনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।
পটুয়াখালীর র্যাব-৮ এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পটুয়াখালীর কলাপাড়ার নিশানবাড়িয়া লঞ্চঘাট থেকে ৬৫,০০০ ইয়াবাসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-৮। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বিপুল পরিমাণ ইয়াবা চালানের সঙ্গে সাইদুল বয়াতি ও ওয়াসিম হাওলাদার এর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করলে তাদেরকেও উক্ত মামলায় এজাহারভুক্ত করা হয়।
গ্রেফতারকৃতদের পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার মো. সাইদুল বয়াতি বরগুনার আমতলী উপজেলার দক্ষিন আমতলী গ্রামের মোস্তফা বয়াতির ছেলে। তার বিরুদ্ধে আমতলী থানায় এর আগে ছয়টি মামলা রয়েছে। এছাড়া বরগুনা সদর উপজেলার কেওড়া বুনীয়া এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে মো. ওয়াসিম হাওলাদার। তার বিরুদ্ধেও বরগুনা সদর থানায় ১২টি মামলা রয়েছে।