পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উঠানোর সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটকদের নিয়ে আসার সময় সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ইউএনও ও দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার লালুয়া ইউপির পশরবুনিয়া গ্রাম সংলগ্ন বারবানবাদ নদীতে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় পিছু ধাওয়া করে সরকারি স্পিড বোর্ডে ইট নিক্ষেপ করে ভাঙচুর করে সন্ত্রাসীরা। পরে বারবানবাদ চ্যানেলে টহলরত রাঙ্গাবালী স্টেশনের কোস্টগার্ডের সহায়তায় হামলার নেতৃত্বদানকারী লিটন গাজী ও রানা হোসেনকে আটক করে পুলিশ।
পরে সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় এ দুইজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন ভূমি অফিসের পেশকার মো. জাফর।
এ সময় অবৈধ বালু উঠানোতে জড়িত আটজনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল এ সাজা দেন।
ইউএনও আবু হাসনাত মো. শহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভ্রাম্যমাণ আলতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আটজন ও নিয়মিত মামলায় দুইজনসহ মোট ১০ জনকে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে।