করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তে ঝালকাঠি কারগার থেকেও ৬ কয়েদির মুক্তি মিলছে। দুইজনকে এরইমধ্যে শুক্রবার মুক্তি দেয়া হয়েছে। আরো চারজনকে মুক্তি দেয়া হচ্ছে বলে ঝালকাঠি কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
ঝালকাঠির জেল সুপার শফিকুল আলম সাংবাদিকদের বলেন, শুক্রবার এই মুক্তি আদেশটি হাতে পেয়েছি। জেলা কারাগারে থাকা ৯ কয়েদির তালিকা কারা সদর দফতরে পাঠানো হলে সেই তালিকা থেকে ৬ সাজাপ্রাপ্ত কয়েদির মুক্তির আদেশ আসে।