ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত নাদিরা আফরিন নামে এক নারী পুলিশ কনস্টেবল স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত নাদিরা আফরিন ঝালকাঠি পুলিশ লাইনের মেসে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পুলিশ কনস্টেবল স্বামী তরিকুলের সঙ্গে মোবাইলে কথা বলে অভিমান করেন ওই নারী পুলিশ কনস্টেবল। অভিমানের জেরে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়।
সেখানে নাদিরার শারীরিক অবস্থার উন্নতি না হলে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ১০ মিনিটে তিনি মারা যান।
ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বরিশাল হাসপাতালে গিয়ে মৃত নারী কনস্টেবলের লাশ পরির্দশন করনে। এব্যাপারে ঝালকাঠি পুলিশ কর্মকর্তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।