সরকার কর্তৃক ঘোষিত লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষনায় বেকার হয়ে যাওয়া কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে মুলাদী উপজেলার উত্তর হোসনাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ জানে আলমের নিজস্ব তহবিল থেকে উপজেলার গাছুয়া ইউনিয়নের উত্তর হোসনাবাদ, বলরামপুর ,চরপৈক্ষা ধলেশ্বর গ্রামের ২৫০ টি পরিবারের মাঝে অসহায় দুস্ত পরিবারের বাড়িতে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরন করেন। প্রতিটি পরিবার কে, ১০কেজি চাল, ৩কেজি আলু, ২ কেজি পেঁয়াজ,
১ লিটার সয়াবিন তেল,১কেজিডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ,
২ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট দুধ বিতরণ করেন। ত্রাণ দেওয়ার সম্পর্কে ফোনে জানতে চাইলে জানে আলম বলেন দেশ ও জাতীর ক্লান্তিলগ্নে আমাদের প্রতিটি মানুষের উচিৎ অসহায় ও দুস্থদের পাসে থাকা, ভবিষ্যতে তার এই ত্রাণ কর্যক্রমের অব্যহত থাকবে।