মুলাদীতে রাতের আঁধারে যান চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক কেটে দিয়ে দুর্ভোগের সৃষ্টি করেছে দুস্কৃতিকারীরা। জানা গেছে, ২ দিন আগে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামে কাঞ্চন খন্দকারের বাড়ী থেকে সেলিমপুর খেয়াঘাটে যাওয়ার রাস্তাটি কেটে দিয়েছে, যার কারণে রাস্তার মাঝে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, ২০১৯ সালে রাস্তাটি কাবিখা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছিল।
রাস্তাটি দিয়ে প্রতিদিন পথচারী সহ যানবাহন চলাচল করত কিন্তু হঠাৎ করে রাস্তা কেটে দেওয়ায় পানি চলাচলের কারণে সেখানে বর্তমানে খালের মতো হয়ে গেছে। লোকজন জীবনের ঝুঁকি নিয়ে সুপারি গাছের সাঁকো দিয়ে চলাচল করছে ফলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
এলাকাবাসী সড়কটিতে কালভার্ট অথবা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার জানান, দুস্কৃতিকারীরা সরকারী রাস্তা কেটে এ দুর্ভোগের সৃষ্টি করছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেলে সড়কটিতে বক্স কালভার্ট নির্মাণ করা হবে।