More

    রাতে ঘরে ঘরে খাবার পৌঁছে দিলো পিরোজপুর জেলা পুলিশ

    অবশ্যই পরুন

    করোনা সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পিরোজপুরের নিম্নআয়ের মানুষেরা যখন দিশেহারা ঠিক তখন পিরোজপুর জেলা পুলিশ সেসব বাড়িতে পৌঁছে দিচ্ছিল খাবার।

    ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের খাদ্য সংকট দূর করতে নেয়া হয় এই উদ্যোগ।

    বৃহস্পতিবার রাতভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্যপণ্য পৌঁছে দেন পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

    এসময় সঙ্গে ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন ।

    পিরোজপুরে কর্মরত ২০১৪ সালের পুলিশ সদস্যদের ৪৭ তম ব্যাচের নিজেদের অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন প্রায় ১০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...