More

    দ্বিতীয় ধাপে পিরোজপুর জেলায় ছাত্রফ্রন্ট এর ঈদ উপহার বিতারণ

    অবশ্যই পরুন

    গতকাল শনিবার পিরোজপুর জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর উদ্দোগে দ্বিতীয় ধাপে পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলায় অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতারন করা হয়।

    এসময় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায়ও ট্রলার ও নৌকা যোগে পৌছে দেয়া হয় এই উপহার সামগ্রী।

    এই উপহার সামগ্রীর মধ্যে তারা ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, দুই প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, ১ কেজি চিনি বিতরন করেন।

    এই উপহার সামগ্রী বিতরনে সকল সহোযোগিতায় ছিলেন পিরোজপুর জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক রবি শিকদার, স্বরুপকাঠি উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সভাপতি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় খান, পৌর ছাত্রফ্রন্ট এর সভাপতি মাহামুদ খান সহ আরো অনেকে।

     

    পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক রবি শিকদার এ সময় বলেন তারা তাদের নিজ উদ্দোগে খুদ্র পরিসরে এই উপহার সামগ্রী বিতরন করেন। তিনি আরো বলেন আমাদের আশেপাশে যারা সচ্ছল আছে তারা যদি সবাই এই সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডে এগিয়ে আসেন তাহলে আমরা সকল অসচ্ছল পরিবারের মাঝে অল্প হলেও হাসি ফুটাতে পারবো।

     

    এসময় স্বরুপকাঠি উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজমুল ইসলাম বলেন এবারের ঈদ হবে একটি ভিন্নধর্মী ঈদ। এই ঈদে আমরা চাই সকলের সাথে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে ঈদ উৎযাপন করতে। তিনি আরো বলেন সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাইকে স্বাস্থবিধি মেনে ঈদে ঘরে থাকার আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...