বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার, ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি চেয়ারম্যানও স্থানীয় সাংসদ পংকজ নাথ এমপি’র অনুসারী এবং দাদা বাহিনীর ক্যাডার হিসেবে পরিচিত- মোস্তফা রাড়ী ও তার পরিষদের মেম্বাররা একাকিত্ব হয়ে দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসা’র একজন শিক্ষক ও অত্র এলাকার সিকদার বাড়ী জামে মসজিদের ঈমাম, তিন সন্তানের জনক, বয়োবৃদ্ধ- মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম (আলাউদ্দিন) হুজুরকে গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০ ঘটিকার সময় তার বসত বাড়ি থেকে ধরে পিছনে দু’হাত বেঁধে নিয়ে যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, সেখানে বিচারের নামে বিকেল ৫ টা পর্যন্ত আটকায়ে রেখে উপর্ষপরি অপমান অপদস্ত চালায় এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। হুজুর জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে- ইউপি চেয়ারম্যান ও তার অনুগত মেম্বাররা মিলে পরিষদের চারিদিকে উৎসুক জনতার সম্মুখে হুজুরের গলায় জুতার মালা পড়ায়ে লাঞ্ছিত করে মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়।
