More

    মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী টানাটানি, দালালের ফাঁদে বেসরকারি হাসপাতাল

    অবশ্যই পরুন

    রিফাত হোসেন, মেহেন্দিগঞ্জ : দালাল চক্রের দখলে এখন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডায়াগনস্টিক সেন্টারগুলোর মদতে হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

    সরেজমিন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মেহেন্দিগঞ্জে ছোট-বড় মিলিয়ে ১০টির মতো ডায়াগনস্টিক সেন্টার আছে। আর এসব ডায়াগনস্টিক সেন্টারের হয়ে প্রায় অর্ধশত দালাল রোগী বাগিয়ে নিতে কাজ করে।

    হাসপাতালের আশপাশের ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগ করা দালালরা জিম্মি করে গ্রামের মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে। মাসে ৪ থেকে ৫ হাজার টাকা চুক্তিতে ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে বলে স্বীকার করেন দালাল চক্রের সদস্যরা। তারা জানান, রোগী না দিতে পারলে বেতনও পান না তারা।

    তাই কষ্ট করে হলেও নিয়মিত ডায়াগনস্টিক সেন্টারে রোগী নিতে হয় তাদের। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ ইমারানুল রহমান বলেন, ‘প্রশাসনকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু এরা শক্তিশালী সিন্ডিকেট।

    কোনোভাবেই তাদের দমানো যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।’ বরিশাল স্বাস্থ্য বিভাগের উপপরিচালক শেখ সফিকুল ইসলাম বলেন, ‘দালালদের নির্মূলে আমাদের পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসতে হবে। সবার সমন্বিত উদ্যোগ ছাড়া এদের নির্মূল করা অসম্ভব। তারপরও আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...