More

    শিশুকে অপহরণ ও ধর্ষণে সহায়তার দায়ে ১৪ বছর কারাদণ্ড

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ কাজীরচর এলাকায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে অপহরণ ও ধর্ষণে সহযোগিতা করায় মালেকা বেগম নামে এক নারীকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়। রবিবার (৩১ জানুয়ারি) বিকালে আসামির উপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন।

    মামলার প্রধান আসামি কবিরাজ বাচ্চু বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    দণ্ডপ্রাপ্ত মালেকা ওই উপজেলার দক্ষিণ কাজীরচরের কালাম মৃধার স্ত্রী।

    ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৩ সালের ১৯ জুন মালেকা বেগমের সহায়তায় কবিরাজ বাচ্চু শিশুটিকে স্পিডবোটযোগে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ২২ জুন মেহেন্দীগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

    একই বছরের ১৮ সেপ্টেম্বর বাচ্চু ও মালেকাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুজ্জামান। মামলার বিচার কার্যক্রম চলার সময় প্রধান আসামির মৃত্যু হয়। ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে ধর্ষণে সহায়তার অভিযোগ প্রমাণিত হওয়ায় মালেকাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে...