More

    গৌরনদীতে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জন যাত্রী ও দুইটি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে মঙ্গলবার সকালে গৌরনদী বন্দর, বাসস্ট্যান্ড ও টরকী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৯ যাত্রী ও পথচারীকে ৪ হাজার ১০০টাকা এবং অধিকন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও মনিটরিং করা হয়। এসময় বিক্রেতা কর্তৃক অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা ক্রেতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানীর সম্ভাবনা থাকায় ভোক্তা অধিকার আইনের টরকী বন্দরে দুইটি মিষ্টির দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন, গৌরনদী মডেল থানার এএসআই মোঃ আসাদুজ্জামান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২নং ধানিসাফা ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর)...