More

    আ`লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো, ডেনমার্ক আ`লীগ

    অবশ্যই পরুন

    গতকাল ২৮শে জুন , রবিবার ,  ভারতীয় উপ-মহাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো , ডেনমার্ক আওয়ামী লীগ  । বৈরী আবহাওয়া  সত্ত্বেও  দীর্ঘ  প্রায় চার মাস পর নেতা-কর্মিরা একে অপরকে সরাসরি কাছে পেয়ে , আনন্দ –উচ্ছ্বাসে আবেগে আপ্লুত হয়ে উঠে ! প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়ে উঠে এক মিলন মেলায় ।

    এরমধ্যে ডেনমার্ক আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এম এ লিঙ্কন মোল্লা সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করার জন্য সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদকে  আহবান জানান । 

    সভার প্রথমে , জাতীয় সঙ্গীত , ৫২ থেকে ৭১, ৭৫- এর ১৫ই আগস্ট জাতির পিতা এবং তার পরিবারের শহীদ সদস্য  , ৩রা নভেম্বর জাতীয় চার নেতাসহ , বাংলাদেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্ব রক্ষা করতে গিয়ে সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদসহ ,  করোনায় মৃত সকলের আত্মার প্রতি শ্রদ্ধা , জানিয়ে এক মিঃ নীরবতা ও দোয়ার পরে শুরু হয় আলোচনা সভা ।

    আলোচনা করেন , ডেনমার্ক আওয়ামীলীগের উপদেষ্টা  শাহব উদ্দিন ভুইয়া , তাইফুর রহমান ভুঁইয়া , মাসুদ চৌধুরী , মোঃ শফিকুল ইসলাম , মাহবুব আলম : সহ সভাপতি , আ ন ম আব্দুল খালেক আরিফ , মোহাম্মদ শহীদ , জাহিদ চৌধুরী বাবু , অলিউল আজাদ লাভলু , অরুন দাস , দেবাশীষ সরকার  ;  ডেনমার্ক আওয়ামী লীগের সিনিয়র নেতা মোঃ নিজাম উদ্দিন ও নাসরু হক ,  যুগ্ম সাধারন সম্পাদক , সামি দাস, শরীফ তাহের কবীর  ও সেতু আহম্মেদ;  সাংগঠনিক সম্পাদক,  টিপু গোমস্তা ; প্রবাসী কল্যান সম্পাদক ,সঞ্জয় কুমার দেব ;  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মোঃ রেজাউল করিম রাজু ;  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ,তৈমুল সোয়েব  ;   মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক , রতন দত্ত  ;  আইন বিষয়ক সম্পাদক ,জিমি আহম্মেদ সোহাগ, কার্য নির্বাহী সদস্য, মোঃ মিজানুর রহমান, সাইফুল শরীফসহ প্রমুখ নেতৃবৃন্দ । 

    বক্তারা, বাংলাদেশ আওয়ামী লীগের  প্রতিষ্ঠা ইতিহাস বলতে গিয়ে ,  বাংলাদেশ আওয়ামী লীগের  সৃষ্টি  থেকে অদ্যাবদি দলের সকল নেতা-কর্মিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, অনেকেই তো অনেক দল সৃষ্টি করেছেন , কয়টি দল টিকে আছে অথবা এমন গৌরবজ্জল ইতিহাস সৃষ্টি করতে পেরেছে ! 

    জাতির পিতা বঙ্গবন্ধু  সেই কোলকাতার বেকার হোস্টেল থেকে যখন  বাঙালীদের জন্য একটি ভিন্ন দেশের প্রয়োজনীয়তা অনুভব করলো, সেই থেকে একটি শক্তিশালী  সংগঠনের  চিন্তা করেছেন  । আওয়ামী মুসলিম লীগকে  সাম্প্রদায়িক দল থেকে  সেকুলার দলে রূপান্তরিত করেন !  আওয়ামী লীগের  নতুনরুপের স্রষ্টা ,  জাতির পিতা বঙ্গবন্ধু । 

    বক্তারা বলেন , বাংলাদেশ সৃষ্টির স্রষ্টা বাংলাদেশ আওয়ামীলীগ , বাংলাদেশের যা কিছু অর্জন সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে । বক্তারা বলেন , ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতার হত্যার মধ্যদিয়ে স্বৈর শাসক জিয়া , এই দলকে নিশ্চিহ্ন করার মিশন শুরু করে এবং ১৯৮১ সালের ১৭ই মে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের  দায়িত্ব নিয়ে , দীর্ঘদিন দিনরাত পরিশ্রম করে , বাংলাদেশ আওয়ামীলীগকে আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত করেন ।    

    বক্তারা বলেন , বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকায় দেশ-বিদেশে বিএনপি-জামাত-শিবিরের  অনুপ্রবেশ ঘটেছে । তারা  উদ্বেগ প্রকাশ করে  , এই ব্যাপারে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন । একইসাথে যাদের মাধ্যেম এই অনুপ্রবেশ ঘটেছে , তাদের খুজে বের করে , শাস্তির দাবী জানিয়েছেন ।  

                 

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...