More

    উজিরপুরে কচা নদীতে থেকে অর্ধ্যগলিত নারীর লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে আজ ৩ জুলাই শুক্রবার বেলা আনুমানিক দুপুর ২টার দিকে সন্ধা নদীর শাখা কচাঁ নদীতে এক নারীর (২৬-৩০) অর্ধ্যগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা।

    জানা যায়, হারতা ইউয়নের সন্ধা নদীর শাখা কঁচা নদীর উত্তর পাড় বাবু সরদার(বেদে)’ বাড়ীর সামনের চর থেকে এক নারীর অর্ধগলিত লাশ দেখে থানা পুলিশে সংবাদদেয় স্থানীয় লোকজন। উজিরপুর মডেল থানা’র ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দীন, এস আই মাহতাব’সহ সংঙ্গীয় ফোর্স স্থানীয়দের সহযোগীতায় লাশিটি উদ্ধার করেন।

    এব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, প্রাথমিক অবস্থায় এখনও লাশের পরিচয় পাওয় যায়নি। লাশের সুরাতাল শেষে পোস্টমডামে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...