More

    অনুপ্রবেশকারীদের মিথ্যা , বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ।

    অবশ্যই পরুন

    সম্প্রতি  ইউরোপের বিভিন্ন দেশে  আওয়ামী লীগের কমিটিগুলোতে  বিএনপি-জামাত  অনুপ্রবেশকারীদের দেশ ও দল বিরোধী মিথ্যা , বিভ্রান্তমুলোক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে , সর্ব ইউরোপিয়ান লীগের সিনিয়র নেতৃবৃন্দ । 

    বিবৃতিতে তারা জানান ,গত ৫ই জুলাই , ২০২০ রবিবার , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত ,বাংলাদেশের করোনা পরিস্থিতি ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের ভূমিকা শীর্ষক এক  অন লাইন আলোচনায় প্রধান আলোচক হিসাবে যুক্ত ছিলেন , বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক , প্রবাসীবন্ধু ড. আবদুস সোবহান গোলাপ এমপি । এতে অংশ নেন ,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের  সিনিয়র নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক দলীয় নেতা-কর্মি ।

    এর আগে- গত ২৩শে জুন , বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন , বাংলাদেশ আওয়ামী লীগে অন্যতম প্রেসেডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি ।

    দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকান্ড ও স্থবির হয়ে যাওয়া সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগকে চাঙা করার লক্ষ্যে – বিভিন্ন দেশের নেতা-কর্মিদের ঐক্যবদ্ধ করে – এই আয়োজনে নেতৃত্ব দেন , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বর্তমান উপদেষ্টা এম এ গনি , সহ. সভাপতি কেএম লোকমান হোসেন , সহ. সভাপতি আব্দুল্লাহ আল বাকী , সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম হক , প্রবাসী কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া , ইতালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন ,  বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু , তুরস্ক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্স ও ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লাসহ প্রমুখ নেতৃবৃন্দ  । 

    বিবৃতিতে  নেতৃবৃন্দরা বলেন ,  অন লাইন আলোচনায়  কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে  দলের দুঃসময়ের  পরীক্ষিত নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মনের কথা বলেন এবং নেতৃবৃন্দরা তা মনোযোগ সহকারে শোনেন । নেতৃবৃন্দরা , বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়  জননেত্রী শেখ হাসিনার গৃহীত সকল কর্মিসুচীর ভূয়সী প্রশংসা করেন । একইসাথে তারা ইউরোপের বিভিন্ন দেশের কমিটিতে নব্য , সুবিধাবাদী , বিএনপি-জামাতের অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি  দেয়ার প্রতিবাদ করে, উপস্থিত বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা  স্ব–স্ব দেশের  সাংগঠনিক পরিস্থিতি  তুলে ধরে  দলীয় প্রধান , মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অবহিত করার অনুরোধ জানান । নেতৃবৃন্দরা ,  সর্ব ইউরপিয়ান আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে,  সংগঠনকে  গতিশীল ও  বিএনপি –জামাতমুক্ত করার লক্ষে –  অভিজ্ঞ , কর্মঠ , যোগ্য , দলের প্রতি অনুগত ত্যাগী নেতাদের দিয়ে ঢেলে সাজানোর জন্য , জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান ।       

    নেতৃবৃন্দরা বলেন , আজকের ব্যার্থ নেতৃত্ব বিএনপি- জামাতের পেইড এজেন্ট মাঠে নামিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের চরিত্র হণনের মিশন সফল হবে না । আজ সারা ইউরোপে  মুজিবাদর্শের ত্যাগী –পরীক্ষিত নেতা-কর্মিরা জেগেছে  । 

    নেতৃবৃন্দরা  আরো বলেন , গত ৫ই জুলাই অনলাইন আলোচনা অনুষ্ঠানে ,  উপস্থিত নেতৃবৃন্দের খণ্ডিত বক্তব্য প্রচার করে , মানুষকে ধোঁকা দেয়া যাবে না । জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আমাদের দলীয় নেতৃবৃন্দরা , ইউরোপের সকল ত্যাগী –নেতা কর্মিদের চেনেন ও জানেনে।  

    বিবৃতিতে আরো  সাক্ষর করেন , অস্ট্রিয়া আওয়ামীলীগ নেতা  রবিন মোহাম্মদ আলী  , ইয়াসিম মিয়া বাবু বাবু , রানা বখতিয়ার। আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি খোন্দকার মোনায়েম রানা , প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান , সহ সভাপতি ফয়জুল্লাহ  শিকদার ;ডাবলিন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন ,  সাধারন সম্পাদক অলক সরকার ; বেলজিয়াম আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ;ডেনমার্ক আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ ,  সহ .সভাপতি মোহাম্মদ শহীদ , জাহিদ চৌধুরী বাবু ; সিনিয়র যুগ্ম  সম্পাদক সামি দাস ,সাংগঠনিক সম্পাদক মনজুর আহম্মেদ লিমন ও টিপু গোমস্তা;  ফ্রান্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন , সহ. সভাপতি তাহের এস এ শহীদ , মিজান চৌধুরী মিন্টু , সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন ; ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির , সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন , সহ  সভাপতি পলাশ কামালী  ও  তপন বঙ্গবাসী ; জার্মান আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাবু জাফর স্বপন , সিনিয়র নেতা  হাফিজুর রহমান আলম ,  বার্লিন আওয়ামীলীগের সাবেক সভাপতি , মিজানুর খান , বর্তমান সভাপতি মাসুদ ,হাম্বুর্গ আওয়ামীলীগের সভাপতি এপোলো এলাহি ; গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর , সাধারন সম্পাদক বাবুল হাওলাদার , রফিকুল ইসলাম নান্টু  ! ইতালী আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন , এম এ রব মিন্টূ; পুর্তগাল আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল্লাহ মুনশি , সাধারন সম্পাদক শওকত ওসমান , মিজানুর রহমান মোল্লা ;   নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মাঈদ ফারুক ; নরওয়ে আওয়ামীলীগের সভাপতি সৈয়দ ইফতেখার গনি টিটু , সাধারন সম্পাদক বিদ্যুৎ কাল  , সুইডেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন খান লিটন , সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুম বারী  , আন্তর্জাতিক সম্পাদক আবিদ খান , সহ প্রচার সম্পাদক আবসার আহম্মেদ , যুবলীগের সভাপতি , মিজানুর রহমান মিজান ;  স্পেন আওয়ামীলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন আতা , শাকিল খান পান্না , সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়ন , স্পেন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন , ইফতেখার আলম প্রমুখ নেতৃবৃন্দ ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...