More

    মহসিন উদ্দিন খান লিটন-এর অকাল মৃত্যুতে শোক জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ

    অবশ্যই পরুন

    গতকাল ১০ই জুলাই , ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় , ফ্রান্স আওয়ামী লীগের জনপ্রিয় সাধারন সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন -এর অকাল মৃত্যুতে , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ গভীর শোক জানিয়েছে ।
    নেতৃবৃন্দরা , মহসিন উদ্দিন খান লিটন -এর বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, লিটনের মৃত্যুতে ইউরোপ আওয়ামী পরিবার হারালো একজন দক্ষ , পরীক্ষিত সংগঠক-কে । ইউরোপের রাজনীতিতে লিটনের অভাব পুরন হবার নয় । একইসাথে নেতৃবৃন্দরা, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
    শোক বার্তায় সাক্ষর করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অনিল দাসগুপ্ত ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এম এ গনি , যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি প্রফেসর আবুল হাসেম , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ. সভাপতি কেএম লোকমান হোসেন , সহ. সভাপতি আব্দুল্লাহ আল বাকী , সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম হক , প্রবাসী কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া , তুরস্ক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের বাংলাদেশ সমন্বয়ক এম এ ফারুক প্রিন্স ,সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি কামাল দেওয়ান সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
    অস্ট্রিয়া আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযদ্ধা আব্দুর রহিম পাকন , বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রবিন মোহাম্মদ আলী , অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসিম মিয়া বাবু , অস্ট্রিয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক রানা বখতিয়ার। আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি খোন্দকার মোনায়েম রানা , প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান , সহ সভাপতি ফয়জুল্লাহ শিকদার ;ডাবলিন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন , সাধারন সম্পাদক অলক সরকার ; বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু , সাধারন সম্পাদক মনির হোসেন পলিন , বেলজিয়াম আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ; ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লা , সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ , সহ .সভাপতি মোহাম্মদ শহীদ , জাহিদ চৌধুরী বাবু ; সিনিয়র যুগ্ম সম্পাদক সামি দাস ,সাংগঠনিক সম্পাদক মনজুর আহম্মেদ লিমন ও টিপু গোমস্তা ; ফ্রান্স আওয়ামী লীগের সামাজিক উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু , সহ. সভাপতি তাহের এস এ শহীদ , শাহজাহান সারু , রেজয়ান সিরাজ , আজম খান , সাংগঠনিক সম্পাদক আলী হোসেন , আলতাফ হোসেন ; প্যারিস মহানগর আওয়ামী লীগের সভাপতি খান সাইফুল বাবুল , প্যারিস মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান রহমান , আলী আক্কাস , টিপলু ফকির ; ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির , সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন , সহ সভাপতি পলাশ কামালী , তপন বঙ্গবাসী ; জার্মান আওয়ামীলীগের সিনিয়র নেতা আনোয়ারুল কবির , সাবেক সাধারন সম্পাদক মাবু জাফর স্বপন , সিনিয়র নেতা হাফিজুর রহমান আলম , বার্লিন আওয়ামীলীগের সাবেক সভাপতি , মিজানুর খান , বর্তমান সভাপতি মাসুদ ,হাম্বুর্গ আওয়ামীলীগের সভাপতি এপোলো এলাহি ; গ্রীস আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্টু ! ইতালী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কিটন শিকদার , এম এ রব মিন্টূ ; পুর্তগাল আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল্লাহ মুনশি , সাধারন সম্পাদক শওকত ওসমান , মিজানুর রহমান মোল্লা ; নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মাঈদ ফারুক ; নরওয়ে আওয়ামীলীগের সভাপতি সৈয়দ ইফতেখার গনি টিটু , সাধারন সম্পাদক বিদ্যুৎ কাল , সুইজারল্যান্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ বেপারী , সিনিয়র নেতা নজরুল জমাদার , সহ সভাপতি জাহানারা বাশার ; সুইডেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন খান লিটন , সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুম বারী , আন্তর্জাতিক সম্পাদক আবিদ খান , সহ প্রচার সম্পাদক আবসার আহম্মেদ , যুবলীগের সভাপতি , মিজানুর রহমান মিজান ; স্পেন আওয়ামীলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন আতা , শাকিল খান পান্না , সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়ন , স্পেন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন , ইফতেখার আলম প্রমুখ নেতৃবৃন্দ ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...