More

    হিজলায় কোস্টগার্ড ৩লাখ মিটার নতুন জাল পুড়িয়ে দিয়েছে

    অবশ্যই পরুন

    বরিশাল হিজলায় কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে ৩লাখ মিটার জাল আটক করে প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছে। যার মূল্য ১ কোটি ৫লাখ টাকা।

    কোস্টগার্ড সূত্রে জানা গেছে, হিজলা উপজেলার কয়েকটি স্পটে কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এর নেতৃত্বে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে একটানা অভিযান চালানো হয়।

    অভিযান অবস্থায় নতুন(ইনটেক) ৩লাখ মিটার জাল আটক করা হয়েছে। স্থানীয় হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মী সাইফুল ইসলামের উপস্থিতিতে জাল গুলো নদীর পাড় প্রকাশ্যে পুড়িয়ে দেয়া হয়।

    আলমগীর হোসেন বলেন, অবৈধ জাল পাতা ও সাগরে নিষিদ্ধ মাছ ধরার ব্যপারে আমাদের কোন ছাড় নেই। তাদেরকে পাকঁড়াও করতে কোন আপোষ নেই। সকলের সহযোগিতা কামনা করছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সরবরাহ কম, চড়া দামে নাগালের বাইরে ইলিশ

    সকাল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন দিনে ইলিশ-খিচুড়ির আয়োজন ভোজনরসিক বাঙালির কাছে দারুণ পছন্দের হলেও বাজার ঘুরে দেখা...