More

    গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

    অবশ্যই পরুন

    ফার্মেসীতে নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল রাখার দায়ে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
    উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হল নামের দুইটি ফার্মেসী থেকে বেশ কিছু নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল জব্দ করা হয়। এ ঘটনায় ফার্মেসী মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধগুলোকে ধ্বংশ করা হয়। অপরদিকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নেশা জাতীয় ওষুধ বিক্রির অভিযোগে ওই ফার্মেসী থেকে ন্যালবান ও পেনারেক্স নামের বেশ কিছু ওষুধ জব্দ করেছে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সদস্যরা। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল ওষুধ তত্বাবধায়ক অদিতি স্বর্না, মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ হালদারসহ অন্যান্যারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...