বরিশালের গৌরনদীতে “করোনা মহামারী সময়কালীন বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান” শীর্ষক আলোচনা সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস হলরুমে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এবং গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্স ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, মুক্তিযোদ্ধা মোঃ শামছুল আলম আকন, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী ও উপজেলা এনজিও ফোরামের সভাপতি প্রেমানন্দ ঘরামী। সভায় উপস্থিত ছিলেন সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডী, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মো: মোজাম্মেল হক, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোাঃ খায়রুল ইসলাম, নতুন দিনের উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার, গৌরনদী রিপোটার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর। বক্তব্য রাখেন সাংবাদি জামিল মাহমুদ, হাসান মাহমুদ, নারী নেত্রী ঝর্না দাস লাবনী, চায়না দেবনাথ, শাহিনা ইয়াসমিন, কবি সোহরাব শরীফ, সমাজ সেবক শাহজাহান শরীফ প্রমূখ। সভায় শারিরিক দূরত্ব বজায় রেখে শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।