খুনীদের ক্ষমা নেই, ফাঁসি চাই” এই স্লোগান নিয়ে ২০০৪ সালের ২১ এ আগষ্ট গ্রেনেড হামলায় মর্মান্তিক ভাবে নিহত সকল শহীদদের স্মরণে ও আত্মার মাগফেরাত কামনা করে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গৌরনদী উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কাযার্লয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিচ ফকির, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল নাহিয়ান রাতুল। আলোচনা সভার সমাপনী বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহিদা আক্তার, তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক বেপারী, উপজেলা কৃষকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দীপসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে ২১ এ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।