দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারনে চলতি বর্ষা মৌসুমের পানিতে তলিয়ে গেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড, এতে চরম ভোগান্তিতে পরছে দক্ষিন বিল্বগ্রামের পাইক বাড়ি,মৃধা বাড়ি,মোল্লা বাড়ি,হাওলাদার বাড়ির জনগনসহ ভোগান্তিতে পরেছে ওই গ্রামের শতাধিক পরিবার। মাটির রাস্তা দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি। ফলে প্রতিবছর বর্ষা আসলেই পানি তলিয়ে যায়।
এবছর বর্ষার শুরুতেই সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তারা ক্ষোভ প্রকাশ করে আরও জানান, প্রতি বছরই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সড়কটি সংস্কারের জন্য একাধিক বার জানানো হলেও সড়কটি সংস্কারের জন্য কেউ এগিয়ে আসেনি।