বরিশালের গৌরনদী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক কালীগঞ্জ মডেল বাস্তবায়ন সংক্রান্ত সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
শহীদ সুকান্তবাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বাস্তবায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েদ আমরুল্লা, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, নুর আলম সেরনিয়াবাত, কৃষ্ণ কান্ত দে। এ ছাড়া সভায় ইউপি সচিব, সদস্য, উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।