More

    ভোলায় দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত, আটক দুই

    অবশ্যই পরুন

    আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে শনিবার সকালে দেওয়ান গ্রুপ ও ফকির গ্রুপের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
    ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। অন্যরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    এ ঘটনায় উভয় পক্ষের করা মামলায় ওই গ্রামের ইউপি সদস্যসহ দুইজনকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় একটি পুকুরে মাছ ধরতে যায় দেওয়ান গ্রুপের মিন্টু দেওয়ান, মিজান দেওয়ান, তাহের দেওয়ান ও শফিকুল ইসলাম দেওয়ানসহ আরও ৫\৭ জন। সেসময় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ফকির গ্রুপের নাছির ফকির, কবির ফকির, মঞ্জু ফকির ও নাজিম ফকিরসহ আরও ৫\৭ জন দেওয়ান গ্রুপকে বাঁধা দেয়। বাঁধার একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য হেলালকে মুঠোফোনে বিষয়টি জানায় দেওয়ান গ্রুপ।
    তখন ইউপি সদস্য বিষয়টির সম্পর্কে জানতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে রবিবার বিকেলে সালিসি বৈঠকে বসতে বলেন তিনি। এই কথা বলে ইউপি সদস্য হেলাল ঘটনাস্থলের কিছু দূর পৌঁছালে তার কথা অসৌজন্যমূলক হওয়ায় মরিচের গুড়া ছিটিয়ে তার উপর হামলা চালায় ফকির গ্রুপ। এমনটা দাবি জানিয়েছেন ইউপি সদস্য হেলালের ছেলে হাসিব। ইউপি সদস্যের উপর হামলার ঘটনা ঘটার পর দেওয়ান গ্রুপ ইউপি সদস্য হেলালের সাথে একযোগ হয়ে গেলে ফকির গ্রুপ ও দেওয়ান গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    এ ঘটনায় উভয় পক্ষের করা মামলায় ইউপি সদস্য হেলালসহ ফকির গ্রুপের কালাম ফকির ও ইউপি সদস্য হেলালকে মঙ্গলবার দুপুরের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন।
    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় উভয়পক্ষের করা মামলায় ইউপি সদস্য হেলাল ও কালাম ফকিরকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলার অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...