More

    গৌরনদীতে ১১ ফুট লম্বা গাঁজা গাছসহ গ্রেফতার ১।

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার গৌরনদীতে গাঁজার গাছসহ জামাল বয়াতি(৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পূর্ব শাহাজিরা সাকিনস্থ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গৌরনদী মডেল থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং সহকারী উপপরিদর্শক আসাদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক সোহরাব সহ একটি পুলিশ টিম মঙ্গলবার গভীর রাতে পূর্ব শাহাজিরা সাকিনস্থ গ্রামে অভিযান চালিয়ে মৃত সুলতান আহমেদ বয়াতির ছেলে জামাল বয়াতিকে গ্রেফতার করে।  এসময় আটককৃত আসামির বসতঘরের দক্ষিণপাশের লিচু বাগান থেকে ১১ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

    এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার গনমাধ্যমকে জানান, গাঁজার গাছসহ আটককৃত জামাল বয়াতির বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ...