More

    বাকেরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন তারা।

    আটককৃতরা হলো- বাকেরগঞ্জ উপজেলার রূনশী গ্রামের মো. রুহুল আমীনের ছেলে মো. কাউছার আহম্মেদ রাজু (২৩) ও একই উপজেলার বাদলপাড়া গ্রামের মো. জলিল মোল্লার ছেলে আসাদুল মোল্লা (২০)।

    র‌্যাব জানিয়েছে, ‘৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার রূনশী গ্রামের বরিশাল-বরগুনা আঞ্চলিক সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

    এই ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আব্বাস উদ্দিন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পাশাপাশি তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ট্রাইব্যুনালে হাজির

    জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে...