More

    বাকেরগঞ্জের পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া গ্রেফতার

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে পুলিশ গ্রেফতার করেছে ২৬/৮/২০২৫ ইং মঙ্গলবার বিকেল ৫.৩০ মিনিটের দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে বাকেরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, তার বিরুদ্ধে হত্যা সহ মোট ৫ টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় জামিনে থাকলেও নিয়ামতি ইউনিয়নের ১ টি বিস্ফোরক মামলায় সে পলাতক ছিল।

    আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এবং রাতেই তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, একটি বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, আজ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আপনার আমাকে কলিজায় জায়গা দিয়েছেন, তা এই জনসমুদ্রই প্রমান করে-নূরুল ইসলাম মনি

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে পাথরঘাটা উপজেলার...