More

    ঝালকাঠিতে লাশকাটা ঘর থেকে যন্ত্রাংশ চুরি !

    অবশ্যই পরুন

    লাশকাটা ঘর। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না, সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে, তবে তা সবাইকে অবাক করবে নিঃসন্দেহে। তবে এমন অবাক করা ঘটনাই ঘটেছে ঝালকাঠিতে। সদর হাসপাতালের লাশকাটা ঘরটি শহরতলীর ব্র্যাকমোড় এলাকায় অবস্থিত। সেখান থেকেই মর্গের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি ধরা পড়ে।

    লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, দেড়মাস পর শুক্রবার লাশকাটা ঘরে যান তিনি। সকালে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুরি ও কুড়ালসহ সব সরঞ্জামই চুরি করে নিয়ে গেছে চোর।

    এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেন না। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।

    তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও খেতে হচ্ছে হিমশিম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অসহায় দরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স...