বরিশালের গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে (১৪) অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
অপহৃত স্কুল ছাত্রীর বাবা ৪ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে সোমবার গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
এর আগে গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে মোটরসাইকেলযোগে নিয়ে গেছে।
মামলার বাদি স্কুল ছাত্রীর বাবা বলেন, গত শনিবার আমরা মেয়েকে বাড়িতে রেখে ঘরের বাইরে প্রয়োজনীয় কাজে যাই। রাত সাড়ে ৭টার দিকে গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের মৃত আমীর হোসেন শেখের বখাটে পুত্র মোঃ রাব্বি শেখের (২৪) নেতৃত্বে তার ৩/৪ সহযোগী সন্ত্রাসী মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে মোটরসাইকেলযোগে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রামের স্বজল সরদার (৩০)সহ একাধিক ব্যক্তি জানান, মেয়েকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় তার ডাক চিৎকারে এলাকার লোকজন জড়ো হওয়ার পূর্বেই সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে চলে যান।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে মোঃ রাব্বি শেখসহ (২৪) ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে সোমবার গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। অপহৃতকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।