More

    ঝালকাঠিতে পাঁচ জেলেকে এক বছরের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় নদী থেকে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, রাজাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, এনডিসি আহমেদ হাছান ও নলছিটি সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি।

    জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, অভিযানের মধ্যেও সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিলেন জেলেরা। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে রাজাপুর থেকে চার এবং নলছিটি থেকে এক জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৫০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো ডিসি পার্কে নদী তীরে পুড়িয়ে ফেলা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...