বাকেরগঞ্জে হাঁস-মুরগির ভ্যাকসিন না পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনেই বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল থেকে প্রায় ৩ শতাধিক লোক ভ্যাকসিন নেওয়ার জন্য এসে না পেয়ে প্রাণিসম্পদ দপ্তরের সামনেই বিক্ষোভ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলউদ্দিন মাসুদের অপসারণ দাবি করেন।
বিক্ষোভকারীরা বলেন, সকল থেকে আমাদের নাম ও মোবাইল নম্বরের তালিকা করে ভ্যাকসিন নেই বলে প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়ে দেন।
তালিকায় থাকা পৌরসভার জাহাঙ্গীর নামের একজন জানান, তালিকায় নাম থাকার পরেও আমাকে ভ্যাকসিন না দিয়ে তারা ভ্যাকসিন বিভিন্ন ঔষধের দোকানে বিক্রয় করেন। ভ্যাকসিন দিতে না পারায় আমার ৪০০ মুরগী মরণাপন্ন। গত ৬ মাস ধরে এখানে ভ্যাকসিন পাচ্ছিনা।
এ প্রসঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার ডা. আলউদ্দিন মাসুদ জানান, চাহিদামতো ভ্যাকসিন না পাওয়ায় সমস্যা হচ্ছে। তবে ঔষধ বাহিরে বিক্রয়ের বিষয় তিনি অস্বীকার করেন।