More

    “ কলাপাড়ায় স্লুইস সংস্কারের দাবিতে কৃষকদের মানববন্ধন”

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার সবজি ইউনিয়ন খ্যাত নীলগঞ্জের নিচকাটা গ্রামের আট ভেল্টের স্লুইসসহ রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ১৫ গ্রামের কৃষক ও এলাকাবাসী। সোমবার দুপুরে ভেঙ্গে পড়া নিচকাটা স্লুইসের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    প্রায় ১০ বছর ধরে ভেঙ্গে মাটির সাথে মিশে থাকা নিচকাটা স্লুইস সংস্কারে উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এতে ক্রমশ স্লুইসটি দিয়ে বর্ষা ও অমাবশ্যা-পূর্ণিমার জোতে লবনাক্ত পানি উঠে প্রায় পাঁচ হাজার একর জমিসহ বাড়ি-ঘর, পুকুর প্লাবিত হয়। এ দূর্ভোগ থেকে বাঁচতে আগামী বর্ষা মেীসুমের আগেই এই স্লুইস মেরামত করে চলাচলের রাস্তাসহ পানি নিস্কাশনের দাবি জানায় এলাকাবাসী।
    এলাকাবাসী জানায়, স্লুইসটির প্রায় ৮০ ফুট ভেঙ্গে রাস্তা থেকে প্রায় সাত ফুট নিচে দেবে গেছে। এতে স্লুইসের নিচকাটা ও হোসেনপুর গ্রামের সাথে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসীরা। এসময় নীলগঞ্জ ইউনিয়নের কৃষক নাসির উদ্দিন, হাসান পারভেজ, ওহিদ মাঝি, মনির দেওয়ান বক্তব্য রাখেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...