More

    বরিশালে মধ্যরাতে পিকআপ ডোবায়

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের রায়পুরা চরমোনাই ব্রীজের পূর্বপাশে মুরগী বোঝাই পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।

     

    গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এঘটনা ঘটে বলে জানান, বন্দর থানার এসআই সজল সাহা। তিনি জানান, ভোলা-বরিশাল মহাসড়কের চরমোনাই ব্রীজের পূর্বপাশের একটি ডোবায় মুরগী বোঝাই পিকআপ পড়ে যায়।

     

    সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে প্রায় শতাধিক মুরগী উদ্ধার এবং ড্রাইভারকে অক্ষত ভাবে উদ্ধার করা হয়। রাতে দেড় টার দিকে বরিশাল মেট্টোপলিটন পুলিশের রেকার এসে পিকআপটি উদ্ধার করে।

     

    তিনি ড্রাইভারের বরাত দিয়ে জানান, প্রায় ৫ শত মুরগী নিয়ে স্বরুপকাঠি থেকে ভোলা যাচ্ছিলো পিকআপটি। এসময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।

     

    গাড়ির ড্রাইভার মোঃ স্বপন জানান, আমি হঠাৎ করে গাড়ির সামনের চাকা অকেজো হয়ে গেলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যাই। পুলিশ এসে আমারে উদ্ধার করে পাশ্ববর্তী বাড়ি থেকে গরম পোষাক এনে দেয়।

     

    এবিষয় বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার তালুকদার জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে উদ্ধার করি রাত পৌনে ৪ টা পর্যন্ত উদ্ধার কাজ শেষ করে গাড়িটি মালিকের কাছে হস্তন্তর করি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...